বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে।
একটা হৃদয় বার বার নয় একবারই প্রেমে পড়ে
সেই হৃদয়ের সুখ লুঠ হয় নিঠুর মৌন ঝরে।।
হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখ খুব,
চোখের ফাঁকিত, ঠোটের হাসিতে হইওনা উৎসুক।
বালিকা পুড়ে যাবে সব সুখ...
তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত
কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত ।
তোমার জন্য হাবা ছেলেও যেতে চাবে যুদ্ধে
আসলে কিন্তু মা বকলে তোমায় ভুলবে।
তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াত ভাই,
প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই।
কতই শুনবে পারবে দিতেও প্রাণ,
কেউবা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান।
সব আয়োজন আসলে ঐ তোমার প্রেমের জন্য,
তুমিই ভেবে দেখ করবে কার জীবনটা ধন্য...
নইলে পুড়ে যাবে সব সুখ...
তোমার জন্য হাউজ টিউটর অংকে করবে ভুল,
পড়া বাদ দিয়ে প্রেমের হিসেব করবে নির্ভুল।
তোমার জন্য ক্লাস ফাঁকি দিয়ে সেরা ছাত্রটাও,
যত্ন করে মালা গেঁথে বলবে "জান নাও"
তোমাকে খাওয়াতে সন্ধারাতে চাইনিজে চাউমিন,
বাবার পকেট মারবে লক্ষ্মী ছেলেটা প্রতিদিন।
তোমার প্রেমে হাবুডুবু খেয়ে বুড়ো হাবড়া সেও,
লজ্জা সরম ভুলে গিয়ে বলবে "লাভ ইউ"
তোমাকে তুমি সামলে রেখো তোমার মত করে
সস্তা প্রেমের ধোঁকায় নয়তো কাঁদবে বালিশ ধরে।
বালিকা পুড়ে যাবে সব সুখ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.