Monday, January 26, 2015

মন যাতনা পিরিত কি তুই আমারে শিখাইলি ...
এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস ...
ভালবাসা কি জিনিস তুই আমারে বুজাইলি ...
এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস...
আমারে আগের মতো ভালবাইসা যা না রে ...
ভালবাসার নেশা আমায় পুরা দমে... পাইছেরে...


বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে

বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে।
একটা হৃদয় বার বার নয় একবারই প্রেমে পড়ে
সেই হৃদয়ের সুখ লুঠ হয় নিঠুর মৌন ঝরে।।
হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখ খুব,
চোখের ফাঁকিত, ঠোটের হাসিতে হইওনা উৎসুক।
বালিকা পুড়ে যাবে সব সুখ...